প্রণয়ের বাণী নীরবে কাঁদে
প্রিয়া যদি ভাল না বাসে ,
বিরহী মন কাঁদে অবিরাম
প্রিয়া যদি কাছে না আসে ।
অনেক প্রেম অনেক জ্বালা
সে তো  নিয়তির খেলা ,
জেনে শুনে বিষপান করেছি
ভাসিয়েছি প্রণয়ের ভেলা ।
হৃদয় শূন্য করে ভালবাসা
মনের মানুষকে দিয়েছি ,
বিনিময়ে পাইনি তার মন
ছলনাই শুধু পেয়েছি ।
বিরহ জ্বালায় জ্বলে পুড়ে মরি
তবুও মন যে আমার মানেনা ,
ব্যথার প্লাবন বয়ে চলে মনে
তবুও প্রণয়ের তরী থামেনা ।