মানুষে মানুষে কেন এত ভেদাভেদ
কেন এত দন্দ্ব ,
শান্তির কথা সবাই বলে তবু মানুষ হত্যা
হয়না কেন বন্ধ ?
এ জগতে সবাই আপন আবার
কেউ ই আপন নয়,
রক্তের বাধঁন ছিড়ে সবাই কেমন করে
দূরে সরে রয় ?
আইন যে মানতে বলে সবার প্রথম
সে ই আইন ভঙ্গ করে,
ক্ষমতার লোভে নেতারা মিথ্যে বলতে
কেমন করে পারে ?
ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খেয়ে
জট পাকিয়ে যায়,
মেধায় পিছিয়ে যারা সবার প্রথম চাকরী
তারা কেমন করে পায় ?
এমন অনেক হাজারো প্রশ্ন মাথায়
এসে ভির করে,
জবাব সবার জানা তবুও সবাই কেন
থাকে চুপ করে ?
কথায় কথায় মিথ্যে কেন বলে মানুষ
ভেবেই না পাই কুল,
সত্য কথা বললে সবাই চোখে
দেখে সর্ষে  ফুল ।