পূব আকাশে আলোর বন্যা
রবির কিরণ ছড়ায় দিগন্তে ,
পাখির কুজনে সবার প্রাণে
চঞ্চলতা জাগায় প্রভাতে ।


কাঁচারোদ মাখা  স্নিগ্ধ সকাল
সোনলী আভায় আলোকিত ,
মেঘমু্ক্ত ভোরের আকাশ আর
প্রকৃতির রূপে হই বিমোহীত ।


দিনের ক্লান্তি রাতের অবসাদ
ঘুম ভেঙ্গে ভোরে হয় অবসান,
দেহে লাগে নতুন দিনের হাওয়া
প্রাণে হয় নব চেতনার সঞ্চারণ ।