বিধাতার দানে রবির কিরণ আজও
ছড়ায় বাঙালির অন্তরে,
সাহিত্য রত্ন খুঁজিতে এসো অবগাহন
করি রবীন্দ্র সরোবরে।
ছোটবেলায় ছুটি কিংবা ছোট নদী
মনকে দিয়েছে নাড়া,
যৌবনে প্রেমের কবিতা, গানের সুরে
হয়েছি পাগল পারা।
বলাকা চৈতালী খেয়া বা সোনার তরী
চিত্ত নিল কেড়ে,
যেতে নাহি দেব বলে তুমি চলে গেলে
আমাদের ছেড়ে ;
যুগোত্তীর্ণ মহকালের হে বিশ্বকবি
আজও তোমার কবিতা পড়ি,
জীবনের প্রতিক্ষণে হাসি বা কান্নায়
তোমার সৃষ্টিকে আকরে ধরি।



আজ ২৫শে বৈশাখ, ১৪২৯ বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের ১৬১ তম জন্মদিন, কবির স্মরণে আমার এ সামান‍্য শ্রদ্ধাঞ্জলি।