বাংলাদেশের রাজধানী নাম তার ঢাকা,
পথ ঘাট অলি গলি কোথাও নেই ফাকা ।


মানুষ রিকশা গাড়ী আর শপিংমলে ঠাসা,
রাজধানীর রাজপথ,  কি যে বেহাল দশা ।


উচু উচু অট্টালিকা কোটি লোকের বাস,
যানজটে পড়ে লোকের চরম নাভিঃশ্বাস ।


উড়াল সেতু আছে তবু যানজটতো কমেনা,
ঠিক সময়ে ঠিক কাজটি কেউ এখানে করেনা ।


ড্রেনগুলো বন্ধ কেন, কেউ খোজ রাখেনা;
এখটুখানি বৃষ্টি হলেই রাজপথে হয় বন্যা ।


মানুষগুলো রোবট যেন যে যার কাজে ব্যস্ত,
ভাবছেনা কেউ কেমন করে রাখবে ভাল স্বাস্থ্য ।