এখন আমি আয়নায় নিজের মুখ দেখতে পারিনা
আয়নায় তাকালেই দেখি এক অপরাধীর মুখ,
সত্যিই আজ নিজেকে বড় অপরাধী মনে হয়;
প্রতিবাদী নই তাই হতাশায়  ভেঙ্গে যায় বুক ।


ফিলিস্থীন কাশ্মীর ইরাক লিবিয়া সিরিয়া চিন
মায়নমারে চলছে হত্যাযজ্ঞ মরছে মুসলমান,
দজলা ফোরাত নিলনদ সিন্ধু আর নাফ নদে
আজ রক্তের বন্যা, জনপদে আগুনের লেলিহান ।


ছাই হলো লোকালয় মরলো নারী ও শিশু,
মা বোনের ইজ্জত নিয়ে চলছে হলি খেলা;
প্রতিবাদে গর্জে না ওঠে করি শুধু আহাজারী
মুসলীম তাই আর সহে না এ হৃদয়ের জ্বালা ।


ভাবতে অবাক লাগে আমাদের পূর্বপুরুষ নাকি
ওমর খালিদ কাশিম আর গাজী সালাহঊদ্দীন;
তবে কেন ঝড় উঠলেই লুকিয়ে রাখি মুখ,
সত্য ন্যায়ের পথে চলতে কেন হইনা দ্বিধাহীন ?