ঋণ শোধ
( বিজয় দিবসের অঙ্গীকার )


মা তুমি আর কেদোনা চোখের জল ফেলনা,
ভাইজানের রক্তমাখা সার্টখানা আর ছুঁয়োনা ;
মা তুমি বীর বাঙ্গালী শহীদ ছেলের গর্ভধারিণী ,
শহীদ জননী হয়েছো তাই তুমি আজ গরবিনী ।
লক্ষী বোন আমার তুই আর কতকাল কাদবি !
আর কতদিন নিজেকে আড়াল করে রাখবি ?
বীরাঙ্গনা নারী তুই যুদ্ধের স্মৃতি সব ভুলে যা  ,
মাথা উচু করে বাচবি, ভুলতে হবে লোকলজ্জা ।
বাবা তোমার দুচোখে দেখি শুধু হতাশার রেশ ,
যে আশায় যুদ্ধ করেছিলে পাওনি তেমন দেশ ;
হিংসা বিদ্বেষ চাওনি তোমরা চাওনি রক্তক্ষয় ,
চেয়েছো স্বাধীনতা আর্থিক মুক্তি সাম্যের জয় ।
আজও তা পাওনি বলে এত উদ্বেগ এত হতাশা ,
তরুণ প্রজন্ম জাগবে এবার মেটাতে সে প্রত্যাশা ;
আজ বিজয় দিবসে নবীন প্রজন্ম করো অঙ্গীকার ,
ঋন শোধাবে তোমরা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার ।