বয়স এখন ষাট বার্ধক্য আগত ,
দেহে আর নেই সেই শক্তির জৌলুস ,
স্নায়ুতন্ত্র নড়েবড়ে নেই কোন হুশ  ;
আশা ভালবাসা প্রেম হয়েছে বিগত ।
দারা পরিবার লয়ে বেধেছিনু ঘর ,
অনেকেই তারা আজ দূরে সরে রয় ,
রোগ শয্যায় নির্জনে জীবনের ক্ষয় ;
বিদায় জানাতে ব্যগ্র  বিশ্ব চরাচর ।


শরীরের নানা রোগ মাথাচারা দেয় ,
বহুমূত্র রক্তচাপ সর্দি কাশি গ্যাস ,
ভাইরাস সংক্রমণে জীবনের শেষ ;
রুগ্ন দেহ অর্থবল সব কেড়ে নেয় ।


রোগে শোকে অবহেলা মনে পাই লজ্জা ,
আমার ঠিকানা আজ হলো রোগশয্যা ।


পেত্রার্কীয় অনিয়মিত রূপকল্প।


গত পনের দিন যাবৎ অসুস্থ, ডান হাত পায়ে শক্তি কম ডাক্তারের পরামর্শে এম আর আই করেছি , ব্রেন স্ট্রোক ! তবু বাংলা কবিতার আসরকে ছাড়তে পরিনি , এখন এই আসরের কবিতা আর কবি বন্ধুরাই আমার একাকিত্বের সঙ্গী ।
সবার কাছে দোয়া চাই সুস্থতার জন্য ।