১০৮


তোমার পানে ছুটছে এ মন, প্রেম জেগেছে মোর প্রাণে .
তৃষিত ঠোঁট সিক্ত আঁখি শুষ্ক মনের উদ্যানে॥
দোহাই আল্লার! কোথায় শহীদ, প্রশ্ন যদি করে কেউ
বলো তারে চাতক সে জন হারিয়ে যায় দূর পানে॥


১০৯


যৌবন আমার বৃথাই গেল রইলো না কেউ রাধা হয়ে ,
প্রেমের তৃষ্ণা মিটলো না মোর মধুর সময় যাচ্ছে বয়ে ;
যত প্রেম তত জ্বালা বুঝতে সময় পেরিয়ে যায়,
জীবন থেকে প্রেমের স্মৃতি সবই যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।


১১০


হায়রে পাখি উদাস মনে কেন করিস ডাকাডাকি,
তোর কারনে মনের কোনে স্বপ্ন ছবি আঁকি!
তুই যে আমার পরান পাখি আমার জীবন সাথী,
বউ কথা কও ডাকিস কেন ও মোর প্রাণ প্রিয় সাকী।