অবগুন্ঠন খোলো, প্রিয়া দেখে হব আমি ধন‍্য ;
রূপে তোমার মুগ্ধ আখি, সুরার পাত্র যে শূন‍্য।
তৃষ্ণা অধিক 'অমিয় সুধা কেন যে ঢালছোনা ;
আধারে আলো, তুমিহীনা এ জীবনটা যে বন‍্য।