৬৭
যে জন সৃজিয়া মানবরূপে তোমারে দিয়েছে প্রাণ ,
এ আকাশ মাটি গ্রহ নক্ষত্র সবই যে তাহারই দান ;
দ্রাক্ষারসে আকণ্ঠ ডুবে কি করে ভুলে থাক তারে ?
যে বিছানায় আরাম করো সে ও তো তারই নির্মাণ ।


৬৮


কতই না বিচিত্র সৃষ্টি এ বসুন্ধরা যেন গোলক ধাঁধা ,
আদি হতে আজও সেই একই নিয়মের গণ্ডিতে বাঁধা ;
সূর্য আজও উদয় হয় পূব আকাশে চাঁদ দেখা যায় রাতে ,
দিন ও রাতের উপমা সামনে এনে পথ দেখালেন বিধাতা।


৬৯


আল্লাহ তোমার কাছে আমার একটি শুধু আজ প্রার্থনা ,
তোমার প্রেমে মগ্ন যারা ঘুচাও তাদের সকল যন্ত্রণা ;;
তোমায় যারা চিনবে তাদের মিলবে মুক্তি আখেরাতে ,
করুণা করো হে দয়াময় না যেন পাই প্রবঞ্চনা ।


৭০


সবকিছুতে ভেজাল এখন ভেজাল মানব মনে,
ভেজাল খেয়ে ভেজাল হাওয়া লাগলো সবার প্রাণে ;
গণতন্ত্রের ভেজাল দেখে জনতা হয় নাজেহাল,
ভেজাল বিহীন জীবন পেতে যেতে হবে বনে।