৭৩
মানুষ তুমিও প্রকৃতির দান সৃষ্টির সেরা সৃষ্টি ,
বিবেক যখন জাগ্রত হয় ঝড়ে প্রেমের বৃষ্টি ;
মানব সত্তা হারালে তোমার জাগে পশু প্রবৃত্তি ,
প্রতিহিংসার আগুনে জ্বলে বাধাও অনাসৃষ্টি ।


৭৪
কেমন প্রেমিকা তুমি নিজেকে লুকিয়ে রাখো ?
কেমন প্রেয়সী তুমি যৌবন আঁচলে ঢাকো !
তোমার পরশ যাচে এ মন ফুলশয্যার রাতে ,
আদর সোহাগ দিয়ে মোর বুকের মধ্যে থাকো ।


৭৫
জীবন নিয়ে ছিল কত আকাশ কুসুম কল্পনা ,
কেমন করে গড়বো জীবন ছিল কত জল্পনা ;
হয়নি পাওয়া কাঙ্ক্ষিত ফল হয়নি জীবন গড়া ,
পাইনি বলে যা পেয়েছি তাও কিন্তু অল্প না ।