৬৫


জন্ম ডেকে কয় মৃত‍্যুকে একটুখানি দাড়া,
সবে জন্ম দিলাম ওরে দিসনে এত তাড়া ;
মৃত‍্যু বলে জন্ম নিলে মরতে যে তার হবে,
নানা ছলে আসবো আমি এইতো জীবনধারা।


৬৬


আগুন পোড়ায় পানি নিভায় সময় বহিয়া যায়,
বাতাস বাঁচায় সূর্য হাসায় রাত কাটে নিদ্রায় ;
উন্মুক্ত আকাশ নির্মল বাতাস পাখির কলতান,
বিশ্বময় সব প্রকৃতির দান বাঁধা যে মায়ায়।