মানুষ যারা  ঈমান আনিয়াছে আল্লাহর নামেতে,
উম্মত হতে বায়াত নিয়েছে যারা নবীজীর হাতে ;
তারাই মুসলমান ইসলাম তাদের জীবন বিধান,
শবেমেরাজকে তারা দেয় জীবনে শক্ত অবস্থান।
পাঁচ ওয়াক্ত নামাজ হল মেরাজের বড় অবদান,
এই রাত মুসলমানের জীবনে রবে চির অম্লান ;
মেরাজের সে রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ,
দেখা পেয়ে আল্লাহর নিয়ে এলেন তারই রহমত।
এক রাতে জিবরাইল এলেন নবীজীর গৃহকোনে,
আল্লাহর পয়গাম নিয়ে, যেতে হবে সপ্ত আসমানে ;
জমজমের পানিতে পবিত্র নবী বোরাকে চড়িয়া,
মসজিদুল আকসা হয়ে আল্লাহর আরশ জুড়িয়া।
স্বচক্ষে নবী দেখিলেন বেহেশত দোজখের রূপ,
কঠিন শাস্তি আর শান্তির জীবনের নমুনা স্বরূপ ;
সবকিছু দেখেশুনে শেষনবী করেন ফরিয়াদ,
পূর্ণাঙ্গ হইল ইসলাম মানবের মুক্তির বুনিয়াদ।