লেখপড়া করে
গাড়ি ঘোড়া চড়ে ,
এলে তুমি ঢাকা
খুজতে শুধু টাকা ।


ভিষণ তুমি লোভী
পেতে চাও সবই
তাই হলে সন্ত্রাসী
ঢাকা শহরে আসি ।


চওয়ার নেই শেষ
ধরলে নেতর বেশ ,
যত তুমি কামাও
আরও তত চাও ।


ন্যায় অ্ন্যায় মানোনা
অন্যের কথা ভাবোনা ,
নিজের আখের গুছাও
অন্যেরটা লুটে খাও ।


দিন কাটে রাত কাটে
তুমি থাক পথে ঘাটে ,
যৌবন ক্ষয়ে ক্ষয়ে যায়
টাকা কামাবার ধান্ধায় ।


এই দিন দিন নয়রে
নতুন দিন আসবে ,
বঞ্চিতরা সেদিন তোর
সবই কেড়ে নেবে ।


লেখাপড়া করে
সঠিক শিক্ষা নাও ,
মানবসেবা করে
শান্তি খুজে পাও ।