অনেক কষ্টের দীর্ঘশ্বাস বুকে চেপে
তোমার অপেক্ষায় আছি ,
বহু বছর ধরে আমি
তোমাকে পাওয়ার স্বপ্ন দেখছি ।
তোমাকে পাওয়ার আশায় আমি
ধৈর্য ধরেছি,
তোমকে পাওয়ার আশায়
যুদ্ধ করেছি ।
সয়েছি স্বজন হারাবার কত ব্যথা
দেখেছি মায়ের চোখের জল ,
শুনেছি সম্ভ্রম হারানো বীরাঙ্গনা
বোনের কান্না অশ্রু টলমল ।
হানাদার বাহিনীকে পরাস্ত করে
মুক্ত স্বদেশ পেয়েছি ,
তবু থামেনি শোষন বঞ্চনা, থামেনি সংঘাত ;
শুধু মিথ্যে আশায় বুক বেঁধেছি ।
স্বাধীনতা তুমি থাকলে
কেন ক্রশফায়ারে মানুষ মারতে হয় ?
কেন মানুষ গুম হয় , কেন নির্যতিতা নারীর
আর্তনাদ আজও শুনতে হয় ?
তোমাকে পাওয়ার সম্ভাবনা দেখিনা ,
তুমি যেন ছায়া মরিচীকা স্বাধীনতা !
সত্যিকারের মুক্তি কোথায় ?
কোথায় তুমি স্বাধীনতা ?