পাখির কন্ঠে মধুর সুরের গান শুনে
ভরে সবার প্রাণ,
খাঁচার পাখি মুক্তি পেয়ে গাইছে শুধু
স্বাধীনতার গান।
কত অবহেলা অনাদর কত বঞ্চনায়
কেটেছে তার বন্দী জীবন,
কত স্বজন হারাবার স্মৃতি কত তার
বেদনায় অশ্রুবিসর্জন।
কত অনশন আন্দোলন কত সংগ্রাম
কত রক্তক্ষরন,
গাইতে হয়েছে শৃংখল ভাঙ্গার গান
হয়েছে মহারন।
খাঁচা ভেঙ্গে পাখি হল আজ মুক্তবিহঙ্গ
নয় সে পরাধীন,
ইচ্ছেমত গেয়ে গান উড়ছে ডানামেলে
সে যে মুক্ত স্বাধীন।