সহজ সরল মানুষ যারা
কষ্টে তাদের জীবন গড়া ,
সুখের দেখা পায়না তারা
সুখ আসেনা টাকা ছাড়া ।


সহজ সরল মানুষ বলে ওরা
ধান্ধাবাজী ছল চাতুরি জানেনা,
জালিয়াতি করে ধন সম্পদ
ওরা কামাই করতে পারেনা ।


ওরা জানে শুধু ভালবাসতে ,
জানে কেবল কাছে টানতে ;
ওরা পারেনা মিথ্যাকে মানতে ,
চায় সত্যকে ফিরিয়ে আনতে ।


সহজ সরল মানুষগুলো চায়
সুখে দুঃখে একসাথে থকতে,
হিংসা বিদ্বেষ ভুলে এক হয়ে
সকলে শান্তিতে বাস করতে ।