হারিয়ে গেল দিনগুলো সব
স্মৃতির পাতা ঝাপসা,
কত আনন্দে কেটেছে শৈশব
বুকে লয়ে কত আশা।
বিকেল বেলা ছেলে মেয়ে
মাঠে যেত খেলতে,
সন্ধ‍্যা হলে ঘরে ফিরে
বসে যেত পড়তে।
রাতে শুনতো দাদির মুখে
রূপকথার গল্প,
ঘুমিয়ে যেত খুব সহসা
রাত জাগতো অল্প।
কোথায় যেন হারিয়ে গেল
সেই সোনালী দিন,
পড়লে মনে কষ্টে হৃদয়
করে চিন্ চিন্।
এখন দেখি খোকা ও খুকু
এন্ড্রয়েডে মত্ত,
কম্পিউটারে করছে তারা
নতুন খেলা রপ্ত।
ফেইসবুক গুগল আর
ইউটিউব সঙ্গী,
যা কিছু সব যান্ত্রিক আজ
বাস্তুব দৃষ্টিভঙ্গী।
রাতে সজাগ দিনে ঘুমায়
এতেই নাকি স্বস্তি,
ক্ষুধামন্দায় দেহের শক্তি
থাকেনা এক রত্তি।
তবু ওদের হয়না হুশ
করেনা শরীরচর্চা,
মায়ের কাছে বায়না শুধু
বাড়াও পকেট খরচা।