কে কাহারে ডাকে বলে নিশি মন্দাকিনী,
কে দেয় সাড়া হইয়া মাতাল ডাকিনী ;
কে হয় গৃহ ত‍্যাগী ঐ সংসার দহনে,
কে করে আর্ত চিৎকার নাগিনী নর্তনে?


বিস্মরিয়া ভালবাসা বিবাগী হৃদয়,
অনাহুত অভিমানে নিজেকে হারায় ;
হৃদয় নিংড়ানো সব প্রেমের নির্যাস
সঁপিয়া ও নাহি মেলে প্রিয়ার বিশ্বাস।


বেদনায় সিক্ত হিয়া নাহি তারে পেয়ে,
হৃদয় আকাশ কাল মেঘে যায় ছেয়ে।


মানব জীবন নয় সহজ সরল,
পরতে পরতে তার অনল গরল ;
যে পারে তারে করিতে সতত মন্থন
তার কাছে বশ মানে দুরন্ত দুর্জন।