স্বপ্নেরা লুকিয়ে থাকে স্মৃতির আধারে ,
স্বপ্নেরা দেখা দেয় প্রত্যাশাকে ঘিরে ;
স্বপ্ন শুধু স্বপ্ন নয় অভিজ্ঞতার নির্যাস ,
স্বপ্ন দেখায় বাঁচার পথ, বাড়ে আত্মবিশ্বাস ।
মানুষ যখন ঘুমিয়ে পড়ে ক্লান্তি অবসাদে ,
সুখ স্বপ্নের জাল বুনে সে মনের আনন্দে  ;
স্বপ্ন দেখে সবাই নিজের জীবন নিয়ে ,
কখনও ওরা দেখা দেয় দুঃস্বপ্ন হয়ে ।
স্বপ্ন দেখে লোকে আগামীর পথ চলতে ,
স্বপ্নচারী লোকই জানে ভবিষ্যত গড়তে ।