একদা এ বঙ্গে মানুষের মন ছিল স্বাধীন ,
হাসি আনন্দে মিলেমিশে কাটতো তাদের দিন ;
জীবন ধারন করতো উদার সরল প্রাণে .
হিংসা বিদ্বেষ কপটতা ছিলনা তাদের মনে ।
গোলাভরা ধান আর চাষীর মুখে ছিল হাসি ,
সুখের সেই হাসি কাড়িয়া নিল বর্গীরা আসি ;
যুগে যুগে এল আর্য মৌর্য পাল সেন শাসন ,
এল তুর্কী আরব ইংরেজ পাকিস্তানি শোষন ।
রচিত হল বঞ্চনার এক দীর্ঘ ইতিহাস ,
সুজলা সুফলা বঙ্গের হল চরম সর্বনাশ ;
রইলনা গোলাভরা ধান চাষীর মুখে হাসি ,
ক্ষুধা দারিদ্র মঙ্গা বাঁধলো বাসা হেথায় আসি ।
বর্গীদের অত্যাচারে দেশটা হল ছাড়খার ,
বাংলার ঘরে ঘরে হতাশা বঞ্চনার হাহাকার ;
হতাশা থেকে ক্ষোভ ,  ক্ষোভ থেকে বিক্ষোভ ও দ্বন্ধ ,
তারপর কত আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ ।
স্বাধীনতা পেল বাংলাদেশ হয়েছে বর্গীমুক্ত ,
বর্গী মুক্ত হয়েছে তবে হয়নি শোষন মুক্ত ;
স্বেচ্ছাচারী মানুষগুলো করছে শোষন বঙ্গ ,
সহজ্ সরল মানুষের হয়েছে স্বপ্নভঙ্গ।