নিল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল্,
নদী তটে কাশের বনে
চল্ সকলে চল্।
দেখবি সেথায় ঢেউয়ে দোলে
সাদা কাশের ফুল,
সেথায় যেতে খোকা খুকু
করিস না কেউ ভুল।
শিউলি ফুলের মালা গেথে
বাঁধবে মেয়ে চুল,
প্রিয়তম আসবে কাছে
নাচবে কানের দুল।
বিলের জলে শাপলা পদ্ম
ফুটে থাকে কত,
রূপ দেখে তার মন ভরে যায়
মন্ত্র মুগ্ধের মত।
হাস্নাহেনা সুবাস ছড়ায়
শরৎ এলে জানি,
তাইতো সে এই বাংলাদেশের
ষড়ঋতুর রাণী।