স্নিগ্ধ সকাল  সোনা আলোয়
আলোকিত ধরা,
শুভ্র  ঋতু  শরৎ  মুছায়
বর্ষার অশ্রু ঝরা ।


শরৎ এলেই  নীল আকাশে
সাদা মেঘের খেলা,
সবুজ শ্যামল ধরার বুকে
নানা রঙের মেলা ।


শরৎ  মানেই হালকা হাওয়া
কাশ ফুলে  দেয় দোলা,
শরৎ এলেই দীঘির জলে
শাপলা শালুক তোলা ।


হালকা হাওয়ায় রোদ ও বৃষ্টি
লুকু চুরি খেলা,
রঙধনু রঙ হঠাৎ ফোটে
সাতটি রঙের মেলা।


বেলি ফুলের  গন্ধে বিভোর
জ্যোৎস্না ভরা রাত,
শিউলি ফুলের মালা গাঁথে
পল্লীবালার হাত ।


শরৎ মানেই স্নিগ্ধ সকাল,
মুগ্ধ নয়ন,  চপল চরণ ;
শরৎ এলেই কাশবনে ঢেউ
করে সবার হৃদয় হরণ ।