ব্যক্তিস্বার্থে ক্ষুদ্র চিন্তায় মানুষ যখন থাকে মগন ,
সোনার হরিণ খুঁজে খুঁজে তখন তারা হারায় লগন ;
ক্ষুদ্র স্বার্থে ধরার বুকে নানারকম ফন্দি আটে ,
পুকুর চুরির ধান্দায় তাদের অতি ব্যস্ত সময় কাটে ।
ন্যায় অন্যায় ভাল মন্দ কারও ধার ধরেনা ,
বাঁধা দিতে আসলে কেউ পরোয়া তারা করেনা ;
ধন সম্পদ যা কিছুই আছে এই ভূবনে ,
সহজ সরল মানুষ যারা পায়না কিছু জীবনে ।
মিথ্যেকথা ধাপ্পাবাজী কিছুই তারা জানেনা ,
দুর্নীতি ও দুঃশাসনে জীবন ওদের বাঁচেনা ;
সবকিছু হায় কেড়ে নেয় স্বার্থবাদী স্বজনেরা ,
কিছুই পায়না অবশেষে গরীব দুঃখী মানুষেরা ।