৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা
আমরা আজও ভুলি নাই ,
দিকে দিকে আজও বজ্রকন্ঠের উদ্বাত্ত
সে আওয়াজ শুনতে পাই ।
সে দিনের সে আঠার মিনিটের ভাষণ
ছিল মহাকাব্যের সারাংশ ,
যুগে যুগে বঙ্গবন্ধুর সে ভাষণ হবে
বাঙ্গালীর প্রেরণার উৎস ।
সেদিনের সেই রেসকোর্সের ময়দান
কানায় কানায় ছিল পূর্ণ ,
বঙ্গবন্ধু ঘোষনা দিলেন সংগ্রামের
মুক্তি ও স্বাধীনতার জন্য ।
ঘরে ঘরে দুর্গ গড়ে লড়াই করতে
বাঙ্গালীদের ডাকলেন ,
যার যা কিছু আছে তাই নিয়ে তিনি
ঝাপিয়ে পড়তে বললেন ।
সে ডাক শুনে বাঙ্গালীরা জেগে উঠে
হাতে তারা অস্র তুলে নেয় ,
লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশের
ওরা স্বাধীনতা এনে দেয় ।