সেদিনের সেই রেসকোর্সের ময়দান
আজকের সোহরাওয়ার্দী উদ্যান ,
মাঝখানে অনেকটা সময় কেটে গেছে
পদ্মা মেঘনায় বহু জল গড়িয়েছে ।
একাত্তুরের সাতই মার্চ জনাকীর্ন রেসকোর্স ,
উদ্দাম উত্তাল জনতার গর্জন ;
জেগেছে বাঙ্গালী ছাত্র জনতা কৃষক মজুর ,
লক্ষ্য একটাই স্বাধীনতা অর্জন ।
জয়বাংলা শ্লোগানে মুখরিত রেসকোর্সের ময়দান
একটি ঘোষনা শুনতে অধীর অপেক্ষা ,
তারপর এল সেইক্ষণ মঞ্চে এলেন বঙ্গবন্ধু ,
বাঙ্গালী পেয়ে গেল স্বাধীনতার দীক্ষা ।
বাঙ্গালীর নয়নের মনি শেখ মুজিব দিলেন ঘোষনা,
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম '
মূহুর্তে উল্লাসে উচ্ছাসে আন্দোলিত রেসকোর্স
নেচে ওঠে বাংলার শহর বন্দর গ্রাম ।
অতঃপর এল কালরাত পঁচিশে মার্চের রাত ,
পাকসেনারা মেতে ওঠে গণহত্যায় ,
বঙ্গবন্ধু হলেন অন্তরীন, বাঙ্গালী তুলে নিল অস্র
উজ্জেবিত বাঙ্গলী মার্চের ঘোষনায় ।
শুরু হল মুক্তিযুদ্ধ , নয় মাসের রক্তাক্ত সে যুদ্ধে
ত্রিশ লক্ষ বাঙ্গালী প্রাণ দিয়েছিল ;
লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হয়েছিল , ষোলই ডিসেম্বর
বাঙ্গালী স্বাধীনতা পেয়েছিল ।
বিজয় নিশান উড়লো আকাশে স্বাধীন হল দেশ ,
মুক্ত হলো আমার প্রিয় বাংলাদেশ ;
সারা বাংলায় আজও শুনি সেই সাতই মার্চের
ঘোষনা, যা কখনও হবেনা নিঃশ্বেস ।