আজি এ শিউলি ঝরা শরৎ প্রভাতে,
        সোনালী আলোয় ভরে চারিদিক ;
        সাদা মেঘ ভাসে আকাশ নিলেতে,
        পাখির কুজনে ঘুম ভাঙ্গে ঠিক।


ভাদ্রের রোদ্দুর যেন খর তাপ,
আশ্বিনে শিশিরে ভেজা দুর্বাঘাস ;
হঠাৎ বৃষ্টিতে কমেছে উত্তাপ,
অন্তরে লেগেছে প্রেমের সুবাস।


        সুদূর দিগন্তে সাদা মেঘের ভেলা,
        বাঁশ বনে শুনি ডাহুকের ডাক ;
        সাদা কাশবনে লুকোচুরি খেলা,
        রাতের আকাশে জোনাকির ঝাঁক।


শরৎ সন্ধ‍্যায় মৃদু সমীরণে,
বিদায় বিদায় বলে বারিধারা ;
বিরহের সুর জাগে প্রাণে প্রাণে,
পরিযায়ী পাখি হয় কূল হারা।