শান্তি কোথায় ? শান্তি নাকি হারিয়ে গেছে ,
পাইনা তারে খুজে !
স্বস্তি কোথায় ? স্বস্তি নাকি পালিয়ে গেছে ,
মুখটা ঢেকে লাজে ।
শান্তি ছিল মায়ের কোলে, আচল তলে ,
তা হারিয়ে ফেলেছি ;
শান্তি ছিল প্রিয়ার বুকে, স্বার্থের লাগি
তা ও ভুলে গিয়েছি ।
হারিয়ে শান্তি, এখানে সেখানে খুজেছি ,
একটুখানি স্বস্তি ,
স্বস্তি থাকলে শান্তি আসে, এ জীবনে যা
পাইনি এক রত্তি ।
ঘরে বাইরে চলার পথে স্বস্তি খুজি ,
পাইনা কোথাও তারে ;
সে যেন এক মরিচিকা, এক নিমিসে
হারায় অচিনপুরে ।