শৈশব কৈশোরে ছিল যারা মোর খেলার সাথী,
তারা কেউ নেই কাছে আছে শুধু ধূসর স্মৃতি ;
মনে হয় এই তো সেদিন ছিল তারা খুব কাছে,
খেলার মাঠে স্কুলে ছিল তারা বন্ধুরূপে পাশে।


বিশ্বাস ভালবাসা সবই ছিল তাদের কচি মনে,
বিপদে তারা সাহস জোগাতো সব বন্ধুর প্রাণে ;
জীবন যুদ্ধে শুধু ব‍্যর্থতার পথেই হেটেছি তাই,
আজ দুঃখে ভরা মোর জীবনে কেউ কাছে নাই।


জীবন যুদ্ধে সফল অনেকে জীবনে হয়েছে সুখী,
আমার মত ব‍্যর্থ যারা তারা আজও চির দুঃখী ;
জীবনের এ সাঁঝ বেলাতে তাই একাই ছুটে চলছি,
একলা চলার বেদনা নিয়ে শেষের ঠিকানা খুজছি।