শোক দিবস  (ট্রায়োলেট )


বুকের ভিতর স্বজন হারাবার তীব্র হাহাকার,
হৃদয়ে অনল শোকের মাতম নয়নে অশ্রুধারা ;
পিতার বুকে চালায় গুলি ওরা পাষন্ড দুরাচার,
বুকের ভিতর স্বজন হারাবার তীব্র হাহাকার।
পিতৃহারা সন্তানেরা শোক ভুলে জাগে অনিবার,
শোক দিবসের অঙ্গীকার দেশকে করবে বিশ্ব সেরা ;
বুকের ভিতর স্বজন হারাবার তীব্র হাহাকার,
হৃদয়ে অনল শোকের মাতম নয়নে অশ্রুধারা।


           ***********


শেখ মজিব


হাজার বছরের তিনি শ্রেষ্ঠ বাঙ্গালী
শেখ মুজিব,
বাংলাদেশী জাতির জনক নাম তার
শেখ মুজিব।
স্বাধিকার আদায়ে তিনি মহান নেতা
শেখ মুজিব,
মুক্তিযুদ্ধে মহানায়ক অকুতোভয়
শেখ মুজিব।
বাংলাদেশের স্থপতি সে বীর বাঙ্গালী
শেখ মুজিব,
বাংলাদেশী জনতার নয়নের মনি
শেখ মুজিব।
স্বাধীন দেশের সফল রাষ্ট্রনায়ক
শেখ মুজিব,
জুলিও কুরি শান্তির পদক পাওয়া
শেখ মুজিব।
স্বাধীনতাকামী জাতির প্রেরণা তিনি
শেখ মুজিব,
মানবতার কাণ্ডারী মুক্তির দিশারী
শেখ মুজিব।
ঐ নামে শপথ নিলাম দেশ গড়ার
শেখ মুজিব,
যার শোকে কাঁদে বাঙ্গালী সে বঙ্গবন্ধু
শেখ মুজিব।