অবোধ আমি অতীব তোমাদের মাঝে,
সহজ কথা সহজে পারিনা বুঝিতে ;
অবজ্ঞায় ক্রোধ জাগে পারিনা সহিতে,
আবেগের বশে ভুল করি সব কাজে।
নিজেরে বুঝিনা তাই মরি শুধু লাজে,
সকলে আমায় দিল শক্ত প্রবঞ্চনা ;
জীবনে পাইনি খুঁজে কোন প্রণোদনা,
দুঃখ আমায় কাঁদায় নিত‍্য নব সাজে।


শুনেছি জ্ঞানের ধারা অবিরাম বয়,
জানিনা কেমনে তারে রপ্ত করা যায়;
সফলতা তাই বুঝি দেখিনি জীবনে।
কাননে কুসুম কলি সে আমার নয়,
চলার পথে পায়েতে কাটা ফুটে হায় ;
অবিরল অশ্রু ঝরে আমার নয়নে।