বইছে হিমেল বায়ু থর থর দেহ ,
কুয়াশার বুক চিরে হয় সূর্যোদয় ,
প্রকৃতিতে শুরু হল শীতের আবহ।
দিগন্তে মিষ্টি রোদের খেলা শুরু হয় ;
কুয়াশা চাদরে ঢাকা বিবর্ণ সকাল ,
সবুজ ঘাসের পরে শিশিরের কণা ;
মিষ্টি রোদেলা দুপুড় বিষণ্ন বিকাল,
সন্ধ্যায় আকাশে মেঘ আঁকিছে আল্পনা।


শীতের আকাশে সাদা মেঘ করে খেলা ,
শিউলি আর ছাতিম ফুলে মৌ মৌ গন্ধ ;
কুলায় ফিরতে ব্যস্ত সবে সাঝ বেলা,
প্রকৃতিকে ভালবেসে প্রেমে হই অন্ধ ।


শীত এলে গরীবের কষ্ট শুধু বাড়ে ,
শীতের কাপড় নেই ঘুরে দ্বারে দ্বারে ।


          ******



শেক্সপিয়রীয় সনেট