শীত এসেছে শীত এসেছ
হালকা হিমেল হাওয়া,
উত্তরীয় হাওয়ায় ভেসে
দক্ষিণ পানে যাওয়া।


ভোর বেলাতে কুয়াশাতে
সূর্য কিরণ ডাকা,
ভেজা ঘাসে শিশির কণা
মুক্তা সম থাকা।


শীতের সকাল বড়ই নিঝুম
দেয়না পাখি সারা,
যে যার ঘরে উম্ পেতে সব
বন্দী এখন তারা।


মানুষগুলোর গরীব যারা
শীতে কষ্টে রয়,
লেপ কম্বল গরম কাপড়
তারা কি আর পায়।


ঘরের পাশে আগুন জ্বেলে
তারা শীতকে তাড়ায়,
সেই আগুনে পুড়ে আবার
তাদের সবই হারায়।


ধনীর ঘরে শীতের দিনে
সুখের লহর বয়,
পিঠা পুলি পায়েস খেয়ে
কত খুশি হয়।


শীত এলেই ঘুরে বেড়ায়
বনভোজনে যায়,
কেউ পাহাড়ে কেউ সৈকতে
কত আনন্দ পায়।