জীবনে হায় কত কি চাওয়ার থাকে ,
আমৃত্যু তা জেগে রয় মানুষের মনে ,
মানুষ প্রত্যাশা করে কত ছবি আঁকে ;
প্রত্যাশার আলো জ্বলে মানব জীবনে ।
জীবনের বাঁকে থাকে কত আলো ছায়া ,
তাও তো জীবন থাকে সদা চলমান ,
হঠাৎ থমকে যায় চাওয়া পাওয়া ;
তবুও প্রত্যাশা রয় সদা বহমান ।


হৃদয়ে হৃদয়ে যদি না হয় ঐক্যতান,
মানব জীবন ভরে দুঃখ বেদনায় ,
কর্মদক্ষতায় যদি না হয় বলিয়ান ;
মন কাঁদে বিচ্ছেদের জ্বালা যন্ত্রণায় ।


প্রত্যাশা সবার থাকে সুখী জীবনের ,
সোনার হরিণ ভাগ্যে জোটে ক'জনের ?


শেক্সপিয়রীয় সনেট