অসীম আকাশ জুড়ে দূর হতে দূরে,
সাদা মেঘ ভেসে যায় করে কত খেলা,
পাখির কূজন শুনে কেটে যায় বেলা ;
ভাললাগা হৃদয়েতে বাজে সুরে সুরে।


নদীতে জোয়ার আসে কুলু কুলু জল,
জোনাকির খেলা চলে অমানিশা রাতে,
শিউলি ছড়ানো পথে ছুটে যাই প্রাতে;
নদী তটে কাশবন সাদা ফুল দল।


শরতে স্নিগ্ধ হাওয়া হৃদয় জুড়ায়,
প্রকৃতি প্রেমের টানে মনে দেয় দোলা ;
হৃদয়ে প্রেমের বান ডাকে অবিরাম।
কে এমন আপন যে দেবে তার দাম,
সারদিন রৌদ্র ছাঁয়া হৃদয় উতলা ;
শরৎ প্রকৃতি দেখে মন ভরে যায়।