পিছনে তোমার সোনালী অতীত
সম্মুখে উজ্জল ভবিষৎ ,
দেখবো এবার জীবনযুদ্ধে তুমি
হতে পার কতটা সৎ ?


সব হারিয়ে যখন তুমি নামবে পথে
তখন থাকবে না কেউ সাথে ,
দেখবো তখন কেমন করে তুমি
বীরদর্পে চড়ছো জীবন রথে !


চলার পথে সইতে হবে কত কষ্ঠ
আসবে কত ঝড় তুফান ,
দেখবো এবার কেমন করে নির্ভয়ে
গাইতে পার তুমি জয়গান ।


জগতে আজ সে ই ধনী যার আছে
অর্থকড়ি ভুরি ভুরি ,
সততায় আসেনা অর্থ চারিদিকে তাই
মিথ্যের ছড়া ছড়ি ।


তোমায় নিয়ে ভাবনা , পারবে তুমি
সবার মন জুগিয়ে চলতে ?
তুমি তো খুব সরলমনা, পারবে তুমি
সহজে মিথ্যে কথা বলতে ?


দেখবো এবার কেমন করে থাক তুমি
লোভ লালসা ভুলে ,
কেমন করে সত্যের পথে চল তুমি
মিথ্যাকে পায়ে দলে ।