শ্রাবণের বারিধারা ঝরছে তো ঝরছে
রিমঝিম রিমঝিম সুরে জলধারা বইছে ,
হিজল তমাল গাছে ফুটে রঙ্গিন ফুল
বর্ষায় ভিজে একাকার কিশোরীর চুল ।
এই রোদ এই মেঘ ঝমঝম ঝরে বৃষ্টি
পথ ঘাট পিচ্ছিল হায়রে একি অনাসৃষ্টি ,
খালবিল নদীনালা সব জলে টইটম্ভুর
পুকুর ডোবায় ব্যাঙ্গের মাসি ধরে সুর ।
আকাশে জুড়ে কাল মেঘের ভেলা
শ্রাবণে আজ সবার প্রাণে লাগে দোলা ,
শ্রাবণ সন্ধ্যায় থেমে যায় কোলাহল
চারপাশে চলে  বিদায়ের দোলাচল ।