বৃষ্টি ভেজা এই শ্রাবণে তুমি কেন থাক দূরে
সে দিনের সেই মধুর স্মৃতি ভুলে থাকি কেমন করে
বৃষ্টি ভেজা এই শ্রাবণে  তুমি কেন থাক দূরে ।
এই তো সেদিন পলাশ রাঙা কুকিল ডাকা ফাল্গুনে ,
প্রেমের কথা শুনিয়েছিলে পুড়িয়ে হৃদয় আগুনে ;
সে দিনের সেই মধুর স্মৃতি ভুলে থাকি কেমন করে
বৃষ্টি ভেজা এই শ্রাবণে  তুমি কেন থাক দূরে ।


আজ শ্রাবণের বর্ষা দিনে সখি তুমি কোথায়
এমন দিনে তোমার সনে ভিজতে এ মন চায়
বলো সখি বলো এমন দিনে দূরে থাক কেমন করে
বৃষ্টি ভেজা এই শ্রাবণে  তুমি কেন থাক দূরে ।
সে দিনের সেই মধুর স্মৃতি ভুলে থাকি কেমন করে
বৃষ্টি ভেজা এই শ্রাবণে  তুমি কেন থাক দূরে ।


আজ বৃষ্টি ভেজা রাতে তুমি নেই সাথে
বিরহে কাঁদে মন মোর এই শ্রাবণের রাতে
জানিনা কেমন করে তুমি থাক দূরে সরে
বৃষ্টি ভেজা এই শ্রাবণে  তুমি কেন থাক দূরে ।
সে দিনের সেই মধুর স্মৃতি ভুলে থাকি কেমন করে
বৃষ্টি ভেজা এই শ্রাবণে  তুমি কেন থাক দূরে ।



রচনা ২৩ শে শ্রাবণ ১৪২৮বাঙ্গব্দ
        ৭ই আগস্ট ২০২১ খৃষ্টাব্দ