কাবাঘরে জন্ম যার আলী নাম তার ,
আত্মীয় ছিলেন তিনি রাসুলুল্লাহর ;
কৈশোর যৌবনে সঙ্গী তিনি রাসুলের ,
হযরত আলী শ্রেষ্ঠ বীর আরবের ।


নবিজীর ঘরে তিনি হলেন মানুষ ,
আল্লার পথে বিশ্বাসী প্রথম পুরুষ ;
বদরের যুদ্ধে পেল সে জুলফিকার ,
স্বামী হন তিনি নবী কন্যা ফাতেমার ।


খাইবার যুদ্ধে যিনি আসাদউল্লাহ
ধ্যান জ্ঞান তার শুধুই রাসূলুল্লাহ ,
সত্য ন্যায়ের প্রতীক তিনি মহামতি
ইসলামের চতুর্থ খলীফা হিম্মতি ।
জগতময় রক্ষার লাগি তাওহিদ ,
অর্ধ বিশ্বের নৃপতি হলেন শহীদ ।



জুলফিকার-হযরত আলী (রাঃ) এর তরবারী
আসাদউল্লাহ-খাইবারের যুদ্ধে প্রাপ্ত পদবী যার অর্থ আল্লাহর সিংহ
তাওহীদ - এক আল্লহ বা সৃষ্টিকর্তায় বিশ্বাস