শতবর্ষ আগে টুঙ্গিপাড়ায়
ফুটলো যে ফুল অজান্তে,
শ্রেষ্ঠ বাঙ্গালি মুজিব নামটি
ছড়ায় সারা বিশ্ব প্রান্তে।


সংগ্রামী এক মহান নেতা
বাঙ্গালিদের নয়নের মনি,
আন্দোলনেই কাটে জীবন
উঠিল জয়বাংলা ধ্বণি।


বঙ্গবন্ধু নাম দিয়েছি তার
মোরা জাতির পিতা মানি,
একাত্তরে  স্বাধীন করে
তিনি করেন মোদের ঋণী।


মহান নেতার অবদান
নেই কোন তার শেষ,
তার প্রেরণায় মুক্তিযুদ্ধে
পেলাম বাংলাদেশ।


পচাত্তরে  আঘাত এল
জাতির পিতার বুকে,
বুকটা মোদের ঝাঁজরা হল
বিয়োগ ব‍্যথার শোকে।