কত কথা পড়ে মনে অল্প তার স্মৃতি হয়ে রয়,
স্মৃতির পাতায় অনেক ছবিই ঝাপসা হয়ে যায় ;
ছেলেবেলাষ দুষ্টুমীতে আমি ছিলাম অতি পাকা ,
পরীক্ষায় প্রথম হতেই সে সব পড়ে যেত ঢাকা ।
বিকেলবেলা বন্ধুরা সব স্কুলমাঠে হতাম জড়ো ,
হাডুডু ফুটবল ছড়াও খেলতাম কতখেলা আরও ;
দুষ্টুমি করেছি তবে স্কুলে দেইনি কখনও ফাকি,
লেখাপড়া, খেলাধূলা নিয়ে ছিলাম আমরা সুখী ।
স্মৃতির দুয়ার খুললে সেথা কত ছবিইনা ভাসে,
বাবা মায়ের ছবিই সেথা সবার প্রথমে আসে ।