ঘন ঘোর অন্ধকারে খুঁজছো মাণিক্য ,
বৃথা এই অন্বেষণ বৃথা ব্যাকুলতা ;
দিনের আলোয় যার দেখছো আধিক্য ,
আঁধারে হারায় যে তা জাগে আকুলতা ।
খুঁজতে যেয়ে প্রাচুর্য আর চাকচিক্য ,
মুছে যায় জীবনের সব সরলতা ;
হতাশায় আবেগের হয় অত্যাধিক্য ,
ব্যর্থতায়  জেগে ওঠে মনে সংকীর্ণতা ।


যার অন্তরে সতত জ্বলে হোমানল ,
ক্ষণিকের অবসাদ বিস্মৃত হয়ে সে ,
বিফলেও হারায় না যার মনোবল  ,
নব উদ্যমে জ্বালাায় আগুন বিশ্বাসে  ;
তোমাকেও  যেতে হবে সেই চেনা পথে ,
শ্রমের মূল্যে চড়তে প্রাচুর্যের রথে ।


               ********


( শেক্সপিয়রীয়ান সনেটে )