মিথ‍্যার বেসাতি চলে অর্থের দাপটে,
অনাচার অবিচারে ভরা এই দেশ
মানব জীবনে সদা থাকে তার রেশ ;
স্বার্থের দ্বন্দ্বে ধরায় কত কি যে ঘটে।
প্রতিহিংসার আগুন জ্বলে ধিকি ধিকি,
মনে জাগে বার বার বিষাদের ছায়া
জাগে না কারও মনে মানবিক মায়া ;
স্বজন হারনো স্মৃতি জলে ভরা আঁখি।


মানবতা ভোলে তারা ক্ষমতার দম্ভে,
জনতারে পায়ে দলে ছুটিছে সগর্ভে,;
হিংসা বিদ্বেষ সমাজে আগুন জ্বালায়,
শান্তি ও সাম‍্যের পথ খাক হয়ে যায়।
জনতার আদালতে দিলাম বিচার,
আশায় বেধেছি বুক পাব সুবিচার।