অপলক চোখে চেয়ে থাকি তার পানে,
হাত ধরে যে আমায় নিয়ে যায়
শরতের কাশবনে।
চেয়ে চেয়ে দেখি তারে মুগ্ধ নয়নে,
ভালবেসে যে আমায় চুপিসারে
শুধু তার কাছে টানে।
প্রথম দেখি তারে হেমন্তের নবান্নে
শীতের কম্পনে হই কাছাকাছি
প্রেম জাগে দুটি প্রাণে।
উদাস দৃষ্টি মেলে ভালবাসার টানে
অপেক্ষায় থাকি সে আসবে নিতে
বসন্তের কুঞ্জ বনে।
বৈশাখী ঝড় উদ্দামতা ছড়ায় প্রাণে
ভালবাসার আবেগে ভরে মন
সে শুধুই কাছে টানে।
বর্ষা দিনে বৃষ্টি ভেজা সবুজ উদ‍্যানে
প্রেম সোহাগে ভেজাতে দুটি মন
মোরা মিলেছি গোপনে।
কাছে পেয়ে তারে আকুলতা জাগে প্রাণে
ভালবাসি তারে বলি বারে বারে
ব‍্যাকুল প্রেমের টানে।