ক্ষণজন্মা চির তারুণ্যের হে কবি সুকান্ত ,
বিপ্লবীদের ডাক দিয়েছো তুমি যে অনন্য ,
তোমার কবিতা গানে উচ্ছ্বাস জাগে বন্য ;      
তোমার ছাড়পত্রের ভাষা আমার একান্ত ।            
তোমার রানার ছোটে গতি দুরন্ত দুর্বার ,
আঠার বছর বয়স করে তীব্র প্রতিবাদ,    
নয় সে ভীরু কাপুরুষ রুখবে অপঘাত ;
আগ্নেয়গিরি হয়ে জেগে ওঠে বারংবার।
                                                                                      
আজব লড়াই লড়েছো তুমি কবিতা গানে ,
আগামীর আহবানে উন্মাদনা জাগে প্রাণে ।
জগতের মুখে ফোটে বিদুৎবাণী কবিতায়
কোটি জনতার জোয়ার এনেছো  বিশ্বময় ।                  
চিরদিনের সে অচলায়তন ভেঙ্গে যাবে ,      
ঘুম ভাঙ্গার গানে নয়া বার্তা বয়ে আনবে ।


রচনা-১৫ই আগস্ট ২০২১ইং


গতকাল ১৫ই আগস্ট ছিল কবি সুকান্তের জন্মদিন
জন্মদিনে সশ্রদ্ধচিত্তে কবিকে স্মরণ করেছি আর তার
বিদেহী আত্মার মুক্তি কামনা করছি ।