সুখ শান্তি পেতে মানুষের কত আয়োজন ,
আশা ভরসায় কাজ করে মেটায় প্রয়োজন ;
ভক্তি শ্রদ্ধায় দেয় আত্মসম্মান, বাড়ে মর্যাদা ,
স্নেহ মায়ায় মানুষ পড়ে শক্ত বাঁধনে বাঁধা ।
প্রেম ভালবাসায় কাছে এসে এক হয় দুটি মন ,
কামনা বাসনায় উতলা হয়ে যায় মানুষের প্রাণ ;
মানুষের মন যে উরু উরু থকে বড়ই উচাটন ,
সুখ শান্তি পেতে মানুষ ছাড়ে সাত রাজার ধন ।
চাওয়া পাওয়ায় মিল না হলে হৃদয় পুড়ে যায় ,
মানুষের মন দুমরে মুচরে যায় ব্যথা বেদনায় ;
হতাশা ক্রমাগত অক্রান্ত করে মন ও মগজে ,
ক্লান্তি অবসাদ ছড়িয়ে যায় সাড়া দেহ মাঝে ।
জ্বালা যন্ত্রনা সইতে পারিনা দুঃখ বেদনা  চাইনা ,
বিকার গ্রস্থ মানুষ হয়ে বাঁচতে আমরা চাইনা ;
সুখ শান্তি পাওয়ার লাগি ভুলতে পারি দুঃখস্মৃতি ,
সুখ শান্তি পেতে আমরা হবো সবাই সবার সাথী ।