জীবনযুদ্ধের ঘূর্ণিপাকে পড়ে
ঘুরছে মানুষ সারাক্ষন ,
সুখের খোজে ব্যস্ত সবাই
শান্তি পায়না অনুক্ষণ ।


সুখ শান্তি সবার কাম্য
সবাই কি তা পায় ?
দুঃখে কষ্টে কারও সারা
জীবন কেটে যায় ।


তবুও মানুষ কাজ করে
সম্মূখপানে ধায় ,
বাঁচার লাগি খড়কুটোও
আঁকড়ে ধরতে চায় ।


মানুষের মনের কুটিলতা
ঘটায় দ্বন্ধ সংঘাত ,
মনের সরলতায় মানুষ
পায় বন্ধুত্বের স্বাদ ।


মানুষে মানুষে ভেদাভেদ
মানুষেরই তৈরী
হিংসা বিদ্বেষ হানাহানি
শান্তির লাগি বৈরী ।