সে যে মহান প্রভুর অপার করুণা
সবুজ শ্যামলে ভরে সকলের মন,
নামেতেই মেলে তার রূপের বর্ণনা  
বাংলার গৌরব তুমি হে সুন্দরবন ,


সুন্দরী কাঠের বন এই ম্যানগ্রোভ ,
নদীনালা খাল আছে ভিতরে যে তার,
জঙ্গল জুড়ে অতীত ঐতিহ্যের ছোপ
সুন্দরী কাঠের নামে নাম দেয়া যার।


শক্তির প্রতীক বাঘ থাকে এই বনে ,
ফুল পাখি প্রজাপতি স্বাধীন হেথায়,
জীব বৈচিত্রে সমৃদ্ধ প্রকৃতির দানে ;
তবু মনে জাগে আজ হারাবার ভয়  ।


আগ্রাসী সম্মৃদ্ধি হয় যদি সভ্যতার ,
সুন্দরবনের রূপ হবে যে ছারখার ।


শেক্সপিয়রীয় সনেট