বিতারিত শয়তান থেকে আল্লার কাছে আশ্রয় চাইছি,
পরম করুনাময় ও দয়ালু আল্লার নামে শুরু করছি।


সমস্থ প্রশংসা বলি আল্লাহর জন‍্য,
মহান প্রতিপালক জগতের তিনি ;    ( ১ )
পরম দয়াময় যে অতীব দয়ালু,       ( ২ )
প্রতিদান দিবসের মালিকও যিনি।    ( ৩ )
আমরা শুধু তোমার দাসত্ব করছি
শুধু তোমার কাছেই সাহায‍্য যে চাই, ( ৪ )
সরল পথ মোদের দেখাও হে প্রভু     ( ৫ )
তোমারই করুণার পথ যেন পাই।     ( ৬ )
অভিশপ্তদের নয় যারা দেয় কষ্ট,
তাদের নয় হয়েছে যারা পথভ্রষ্ট।     ( ৭ )


ইসলাম তথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরান এর
প্রথম সূরা আল ফাতিহা যাকে কোরানের মুখবন্ধ বা ভুমিকা বলা হয়ে থাকে, এ ক্ষেত্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে গুরু মেনে কবিতার ছন্দে ( অক্ষরবৃত্ত ) অনুবাদের চেষ্টা করলাম।